Skip to content

৪ঠা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

আয়ু

সময়ের রাঙা ঠোঁটে নিমগ্ন সময়,
বাড়ে বেলা নিরালায় খেলায়-মেলায়
সান্ধ্য বাতাসে পাখিটি ডানা ঝাপটায়
ঠিকানা নিলামে ওঠে।

রুপালি আলোর ট্রেন থামে গোধূলির গ্রামে
অতঃপর যাত্রা শেষের হুইসিল।

পরদেশী মুসাফির সবিতার আলো গোনে হাঁটে,
শেষপ্রান্তে আঁধারের লাল চোখ,
পথ ফেলে শেষমেশ পাথেয়’র খোঁজ।

জীবন বড়শি-বেঁধা টোপগেলা মাছ
ছিপের স্বল্প সুতোয় কতটুকু ভোগ-চাষ!
কী করে মানুষ করে এতো স্বৈরাচার
কী করে মানুষ চায় এতো স্বাধীনতা!

সুউচ্চ আকাশ-সুখে মাতোয়ারা ঘুড়ি
নিঃসীম নীলিমায় সাঁতরায়
সুতোটায় টান পড়ে
অবশেষে নাটাইয়ে চলে আসা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ