মায়ের শাড়িটা
মায়ের শাড়িটা কান্না দিয়ে গড়া
আমরা প্রতিদিন পৃথিবীর অশ্রু পান করি
ধ্বংসের পর যদি এই ভূমিকে বাসযোগ্য করে তুলতে না-পারি
দিনের শেষে থেকে যাবো আমরাও জ্যান্ত মরা।
শাড়ির আঁচলে দুকূল ছাপানো নদী
হৃদয়ে তবু অফুরান শূন্যতা
আমরা মায়ের নাড়িছেঁড়া সন্তান
দুঃখ দূর না-করতে পারি যদি কীকরে লিখবো আর সুখের কবিতা।
স্বাধীনতা, তুমি আমাকে মায়ের কোলে মাথা রেখে সে কবিতা লিখতে শেখাও
যে কবিতার নাম হবে মূল্যবোধ আর মানবতা।