Skip to content

বৃষ্টি মেয়ে

বৃষ্টি মেয়ে

মেঘের কলস উপুড় হওয়া
বৃষ্টি যখন ঝরছিল
মিষ্টি মেয়ে জল ছুঁয়ে যায়
মনটা মাতাল করছিল।

 

মিষ্টি মেয়ে মন ভেজালো
শরীর ছোঁয়া বৃষ্টিতে
দুরুদুরু উঠল কাঁপন
আমার বুকের হিস্ট্রিতে।

 

মিষ্টি মেয়ের সিক্ত গায়ে
বৃষ্টি তুলে কাঁপন
রক্ত ঠোঁটের অগোচরে
আমায় করো আপন।

 

মিষ্টি মেয়ে তোমার মনে
মেঘ অভিমান জমে
বৃষ্টি-ভেজা তোমার চুলে
আমার আয়ু কমে!