Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

তুমি


একটু স্নিগ্ধ চাহনি-অমনি
অ্যাপেলসিডার ভিনেগারমিশ্রিত
একগ্লাস পানি-
মনো-ভূমে নেমে আসে স্বর্গীয় প্রশান্তি…

তুমি চোখের অগ্রহায়ণ বোঝো
মনের ফসলি জমিটাও বোঝো
প্রণয়ের চাষবাস খুব বেশি বোঝো

প্রেমের প্রান্তরে তুমি
প্রাণিত মনোবিজ্ঞানী..

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ