Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ভাসছে দেশ

শহর-গ্রাম জলের তলে
সবই নিঃশেষ,
অসময়ের বানের জলে
ভেসে যাচ্ছে দেশ।

চিন্তার ভাঁজ চোখে মুখে
খারাপ দিন দিন,
কষ্টগুলো বুকের মাঝে
করছে চিনচিন।

অসহায় মানুষজনের
অভুক্ত দিন কাটে,
থই থই করে চারিপাশ
ফসল নাই মাঠে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ