বন্যায় ভাসছে দেশ কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০১:২০ এএম শহর-গ্রাম জলের তলেসবই নিঃশেষ,অসময়ের বানের জলেভেসে যাচ্ছে দেশ।চিন্তার ভাঁজ চোখে মুখেখারাপ দিন দিন,কষ্টগুলো বুকের মাঝেকরছে চিনচিন।অসহায় মানুষজনেরঅভুক্ত দিন কাটে,থই থই করে চারিপাশফসল নাই মাঠে। Share