Skip to content

৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষার গান

মায়ের মুখে প্রথম শোনা
বাংলা মধুর ভাষা,
জীবন জুড়ে অনেক তৃষা
মেটায় মনের আশা।

বাংলা ভাষা প্রাণের ভাষা
সকল দুঃখ-সুখে,
কান্না হাসি ছড়িয়ে পরে
ধরায় সবার বুকে।

বাংলা গানে মনটা ভরে
শান্তি সাধের প্রাণ,
ভাষার জন্য জীবন দিলে
রাখবো তাঁদের মান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ