ভাষার গান
মায়ের মুখে প্রথম শোনা
বাংলা মধুর ভাষা,
জীবন জুড়ে অনেক তৃষা
মেটায় মনের আশা।
বাংলা ভাষা প্রাণের ভাষা
সকল দুঃখ-সুখে,
কান্না হাসি ছড়িয়ে পরে
ধরায় সবার বুকে।
বাংলা গানে মনটা ভরে
শান্তি সাধের প্রাণ,
ভাষার জন্য জীবন দিলে
রাখবো তাঁদের মান।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
মায়ের মুখে প্রথম শোনা
বাংলা মধুর ভাষা,
জীবন জুড়ে অনেক তৃষা
মেটায় মনের আশা।
বাংলা ভাষা প্রাণের ভাষা
সকল দুঃখ-সুখে,
কান্না হাসি ছড়িয়ে পরে
ধরায় সবার বুকে।
বাংলা গানে মনটা ভরে
শান্তি সাধের প্রাণ,
ভাষার জন্য জীবন দিলে
রাখবো তাঁদের মান।