Skip to content

১৮ই আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঈদের মজা

প্রতিবছর ঈদে আমি
অনেক মজা করি
ঈদগা মাঠে গিয়ে সবাই
ঈদের নামাজ পড়ি।

নতুন জামা গায়ে দিয়ে
নতুন জুতো পায়ে
নামাজ শেষে ঘুরে বেড়াই
ছবির মতো গাঁয়ে।

ইচ্ছেমতো খেলা করি
বন্ধু সবার সাথে
ধনী-গরীব ভুলে গিয়ে
ধরি হাতে হাতে।

সেমাই, রুটি, মাংস, পোলাও
খাই যে মজা করে
বছরজুড়েই ঈদের খুশি
থাকুক সবার ঘরে।

অনন্যা/এসএএস