চাঁদ মামা
চাঁদ মামা আয় নেমে
করি আজ খেলা,
তোকে আমি ভালোবাসি
খুব খুব মেলা।
তোর রূপ-রঙ দেখে
মুগ্ধ দু'চোখ,
কাছে আয়, আয় কাছে
পাই মনে সুখ।
নিষ্পাপ তোকে পেলে
ভাল্লাগে সব,
দুইজনে মিলেমিশে
করবো যে গপ।
একসাথে খাবো-দাবো
মজা হবে বেশ,
তুই আমার প্রিয় অতি
স্বপ্নের দেশ।