বিন্দু থেকে বৃত্ত

একটি বিন্দুতে শুরু
তারপর চলছে ক্রমাগত
অবিরাম ছুটে চলা
গতি দূর বহুদূর।
চাওয়া না পাওয়ার
হিসাব কষে বিরস বদন
কল্পনার খোরাক জোগায়
আশার আশ্রয়ে।
দোদুল্যমান শিখা
কভূ আলো আঁধারে
হাজারো সংশয়ে,
তবুও এগোতে থাকে
যবনিকা ঘটার চেষ্টায়।
যতই থাকুক ঘূর্ণনে
যতই হোক পরিধি বড়
কেন্দ্রবিন্দু শুধুই কর্মফল
আর মহামিলন
সেই শুরুর বিন্দুতেই।