Skip to content

১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেদনা, আমাকে জাপটে ধরো

আমাকে জাপটে ধরো, বেদনা
তোমার সর্বশক্তি দিয়ে আরো নিবিড় করে ধরো
এমনভাবে ধরো যেন আমি তোমার ভেতর ঢুকে যাই
এবং পাঁজর ভেদ করে তুমিও ঢুকে যাও আমার মনে, 
তারপর মাখামাখি করে পড়ে থাকো এক জীবন; অলক্ষ্যে।
বেদনা, আমি তোমার ওষ্ঠ চুমে চুমে বিষের আস্বাদ নেবো।

 

বেদনা, আমার মনের অতলে ডুব দাও
দেখো- সেখানে কষ্টের সুরম্য রাজপ্রাসাদ 
ব্যথার মিহি কারুকাজে সজ্জিত ঘরদোর,
অবহেলার নিকানো উঠোনের কোণে ফুটেছে বিরহ ফুল।
দারুণ প্রদাহে ঝিনুক যেমন তার বুকে মুক্তা পুষে
তেমনি আমিও তোমাকে পুষছি, প্রিয়তমা!

 

বেদনা, তুমি নিবিড়ভাবে জাপটে ধরো আমাকে
যেমন মত্ত ঝড়ে জাহাজের ভগ্নাংশকে আঁকড়ে ধরে নাবিক ঢেউয়ের আঘাত সয়েও সে বেঁচে থাকতে চায় মাঝসমুদ্রে!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ