সুখপাখিটা ফিরে আসুক

মেধা শূন্য নেতা ও ফিটনেস বিহীন গাড়ি
আসল সব অবহেলায় নকল সারি সারি।
সিন্ডিকেট দৌরাত্ম্য সামাল দেয়া যায় না
লুটেপুটে খাচ্ছে দেখ মানুষরূপী হায়েনা।
গরীবেরা ক্ষুধায় জ্বলে, ওরা কামায় টাকা
পাচার করে দিচ্ছে সব দেশটা করে ফাঁকা।
মন্ত্রীরা নীরব থাকে দেশটা চালায় আমলা
ভুলে যায় পরিচয়টা আসলে তারা কামলা।
শক্তপোক্ত আইন আছে বইয়ের পাতা জুড়ে
শেকলটাতে আটকে পড়ে চলছে খুড়ে খুড়ে।
বুদ্ধিজীবীর বুদ্ধি নাই আসলে মাকাল ফল!
সুযোগ পেলে তারাও খায় ডুবে ডুবে জল।
অনেক কথা থমকে যায় ওই সাতান্ন ধারায়
চোখ থাকতে অন্ধ সেজে বাঁচি এই ধরায়।
স্বাধীন দেশের মানুষ আজ কেন অসহায়?
সুখপাখিটা ফিরে আসুক, প্রভু হোক সহায়।