তাওহিদেরই মুর্শিদ
জন্ম যদি হতো আমার
খেজুর গাছের দেশে,
দিন কাটি’তো নবীর প্রেমে
তাঁরে ভালোবেসে।
অনারবে আছি তবু
মনটা কেঁদে মরে
সালাম লও ‘গো প্রিয় হযরত
আখিরাতের তরে।
আল্লাহ্ যেন রোজ-হাশরে
আমায় করেন ক্ষমা,
এই দুনিয়ার পাপের বোঝা
আছে যত জমা।
পার করিও পুলসিরাতের
চুল বর্ণ ওই সাঁকো,
সেদিন তুমি মুর্শিদ আমার
দূরে যেয়ো নাকো।
সেজদা খোদার কুদরতী পায়
শিরটা করে নত,
দিবস-যামী খোদার ভয়ে
অন্তর কাঁদে শত।