Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

একাকী

যদি হঠাৎ অজানা কষ্ট পেয়ে যাও !
আলোকিত চোখ আঁধারে ঢাকে !
কষ্টগুলো কাউকে বুঝাতে না পার !
শ্বাস-প্রশ্বাস দীর্ঘ হয়ে উঠে;
তাহলে কী করবে ?

যদি অদৃশ্য যন্ত্রণাবোধে ভেসে যায় মন !
ঝড়ো-মেঘের গর্জনে হৃদয় কাঁপে !
অনুভবের দরজায় পড়ে শত আঘাত ;
তাহলে কী করবে ?

যদি কষ্ট রাখার জায়গা খুঁজে না পাও !
যদি আগ্রহচিত্তে এগিয়ে আসে কেউ;
জানতে চায় মনের কথা !
লাঘব করতে চায় সঞ্চিত ব্যথা !
তাহলে কী করবে ?
নাকি কিছুই করবে না !
চেয়ে থাকবে নীরবে;
নীরব দৃষ্টিতে !
একাকী !

টিটি / অনন্যা

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ