Skip to content

২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অতপর ছুটে যাবো

শত জনমের জট খুলে যায়
চারটি বর্ণমালায় পরিপূর্ণ
ফল নিমিষে
‘ভালোবাসি’ শব্দটিতে দুলে উঠুক আমার কর্ণ।

হাওয়ায় হাওয়ায় রচিয়ে যাক
এর মর্ম
আমার সারা ঘর হয়ে ওঠুক আলোক উজ্জ্বল
ঝলমলে ভালোবাসি শব্দের চার বর্ণ।

বর্ষার বৃষ্টিতে শীতল জলে
শুনি ভরসার গান
আবেগতাড়িত শুষে ল‌ই
সজীব সতেজ ভালোবাসার ঘ্রাণ।

অতপর ছুটে যাবো তোমার পানে
সহস্র নদী পার হবো অনায়াসে
বলে দেবো আমিও তোমার কানে কানে
আর‌ও দৃঢ়তায়,আর‌ও উচ্ছ্বাস উষ্ণতায়

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ