স্বাধীনতা

যুদ্ধ হলো একাত্তরে রুখতে পীড়ন ত্রাস
মুক্তিপাগল বীর বাঙালি লড়ে নয়টি মাস।
স্বাধীনতা এলো শেষে রক্ত নদী বয়ে
বীরাঙ্গনা,শহিদ স্বজন,যুদ্ধাহত হয়ে।
লাল সবুজের পতাকাটা উড়ছে নীলের বুকে
যুদ্ধ স্মৃতি সগৌরবে বলছে স্বাধীন সুখে।
তোমরা অমর মুক্তিযোদ্ধা স্মরণীয় ভবে
বাংলাদেশের বুকের মাঝে নামটি লেখা রবে।