Skip to content

৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘস্থায়ী বৃত্তান্ত

আচ্ছা মায়া কেমন?
-এই তো কয়েক ক্রোশ দূরত্ব নি‌য়ে ও
 আপ‌নি আমি  কাছাকা‌ছি মায়া ঠিক এমন।

 

আচ্ছা বেদনা কেমন?
-এই তো যখন খণ্ড কালীন অভিমানে 
আপনার আমার চোখ ভিজে যায় বেদনা ঠিক এমন।

আচ্ছা সুখ ‌কেমন?
-এইতো ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না, 
অথচ চো‌খের খেয়াল রা‌খে চোখ, ম‌নের খেয়াল মন সুখ ঠিক এমন।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ