Skip to content

৮ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ছোটদের নজরুল

ছোটদের জন্য লিখেছেন
গল্প ছড়া ও পদ্য,
বাংলা সাহিত্যে অমর তিনি
মনে হয় জীবন্ত।

মনটা যে তাঁর সহজ সরল
স্নেহ পূর্ণ প্রাণ,
নিপীড়িতের ভালোবাসায়
তিনি চির অম্লান।

তিনি মোদের জাতীয় কবি
আদর্শ যে মানবো,
অনুকরণ করবো তাঁকে
ভালো জীবন গড়বো।

বিদ্রোহী বীর

শোষিত মানুষের পক্ষে তুমি বিদ্রোহী হে বীর,
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তুমি উন্নত শীর।
তোমার দ্যুতিতেই উদ্ভাসিত সাহিত্যের জগৎ
ক্ষুরধার লেখনি যেমন হৃদয়টা বিশাল মহৎ।

দেশের তরে দশের তরে তোমার দয়া সীমাহীন,
মানবের কল্যাণে শোধিবার নয় অজস্র সে ঋণ।
দুশ্চিন্তা যার দেশকে নিয়ে গরীব দূঃখীর তরে
জন্ম হোক এমন বীরের বাংলার প্রত্যেক ঘরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ