Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের কোনো দেশ নেই

আমাদের কোনো দেশ নেই
যেখানে চলেছি সেটা আমাদের দেশ নয়
আমাদের মৃত্যুর কোনো শেষ নেই
পদে পদে পথই শুধু পরিচয় l

 

আমাদের কোনো পথ নেই
যেদিকে দুচোখ যায়, শুধু ছুটে চলা
পথেই জন্ম, পথেই মৃত্যু, মারণ খিদে
মাটি আর গাছের সাথে কথা বলা l

 

পাখিদের চোখে চোখে জল
আমাদের জন্য কান্না
আমরা যাযাবর রাতদিন
ঘুম ঘুম চোখ, শরীর ভেঙে আসে, ঘুমোতে পারিনা l

 

বন্য শ্বাপদের তাড়া
মানুষের করাল দাঁত
আমাদের দিনরাত তাড়িয়ে মারা যারা
পায়ে পায়ে পেতে রাখে ফাঁদ l

 

তারাও পৃথিবীর প্রাণী
আমরা এই পৃথিবীর কেউ না
আমাদের কোনো দেশ নেই
মানুষ হয়ে জন্মেছি ঠিকই কিন্তু আমরা আসলে মানুষ না l

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ