Skip to content

অতৃপ্ত গোধূলি বেলা

অতৃপ্ত গোধূলি বেলা

হৃদয়ের ক্ষত বেড়ে নদী ভাঙ্গনের মতো 
অন্ধকারে ঝিমোয় আউশের শব্দ ঠিকানাহীন
অথৈ জলরাশিতে টুকরো টুকরো অর্থহীন
ডানা ভাঙ্গা পাখির কষ্ট অশ্রুহীন।

 

ভোরের পাতায় ভেজা পুষ্পরেণু সুখ বিবর্ণ
অসীম দিগন্তে উড়ে কালো মেঘের মতন 
রংধনু সুখ অনলে পুড়ে।

 

পরাগায়নে আগন্তুক ভুলেছে পথ বন্ধ্যাত্ব খেলা
প্রিয়ার হাত কাঁপে স্পর্শে বিকেলের ঐশ্বর্য
লালাভায় রঞ্জিত হৃদয়াকাশ অতৃপ্ত গোধূলি বেলা।