স্বপ্ন খুঁজি
স্বপ্ন আসে স্বপ্ন ভাসে
মনের মাঝে রোজ
কোন বনেতে স্বপ্ন আছে
সেথায় করি খোঁজ।
স্বপ্ন খোঁজে চলছে ছুটে
ব্যথায় ভরা মন
অস্থিরতা বাড়তে থাকে
দিনের প্রতিক্ষণ।
ঘুম আসেনা দিনে রাত্রে
আসছে ছবি তার
যেথায় ছুটি তারেই দেখি
ভাল্লাগেনা আর।
বিষণ্ণতা ধরছে চেপে
আসছে চোখে জল
যেই পাখিটি খুঁজছি আমি
কোথায় পাবো বল?
দেখলে তারে ভালোই লাগে
আসুক বারে বার
ইচ্ছে করে স্বপ্ন দেখি
খুঁজে ফিরছি যার।