হংসমিথুন
শাপলা বিলে দু’জন মিলে চলো ঘুরে আসি
হংসমিথুনে সেথায় বসে আনন্দে মন ভাসি
নাচুক শরীর হেলেদুলে, খুশিতে মন হারায়
জলকেলিতে জলের ছোঁয়া শিহরণ জাগায়।
পালকি চড়ে আলতা পায়ে ওই নববধূ যায়
রঙের খেলায় মত্ত সবাই, বধূ ফিরে চায়
ভিনদেশি এক কন্যা এসে সাজায় সংসার
নতুন করে রক্ষা করে জীবনের সংহার।
শিউলি ফুলের মালা দিব তোমার গলায়
উচ্চস্বরে গাইবো গান খুশিতে মন হারায়
লীলা-লাস্যে তুমি আমি থাকবো এ ধরায়।