প্রকৃতির শিক্ষা
গম্ভীর হতে মেঘমালা শেখালো
পাখিরা শেখালো গান।
আঁধার রাতের বক্ষ ভেদিয়া
তপন জাগালো প্রাণ।
পাহাড় আমায় মৌনতা শেখালো
ঝরণা আনিলো গতি।
কর্তা সত্তায় শেখালো আমারে
আমি যে মানুষ জাতি।
জোনাকি আমার সাহস যোগালো
আঁধারে জ্বালিয়ে আলো।
জীবনের পথ যতই বন্ধুর হোক
সে পথে এগিয়ে চলো।
সাগর আমারে নিত্য শেখালো
উদারতা কারে কয়।
নদী আমারে কানে কানে বলে
চলতে করোনা ভয়।
পুষ্প আমারে শিক্ষা দিলো নিজে
সুগন্ধ বিলিয়ে যাও।
জগতের যত পাপ তাপ আছে
সম ভাগিদার হও।