সময়ের মূল্য

কষ্টগুলো পিরামিড হয়ে আকাশ ছুঁয়েছে প্রায়
যন্ত্রণারা সব বক্ষ জুড়ে নির্গত কালো ধোঁয়ায়।
প্রত্যাশারা নিরাশায় উড়ে উড়ে সব মূর্ছা যায়
স্বপ্নগাঁথা সিঁড়ি দিয়ে অন্তর পোড়া গন্ধ ছড়ায়।
ভ্রান্ত পথে ক্লান্ত হয়ে অশান্ত মন দূরত্ব বাড়ায়
কম্পিত হৃদ, স্তব্ধ কণ্ঠ, জীবন থমকে দাঁড়ায়।
কর্মফলে বিপর্যস্ত মস্তিষ্কের ক্ষয় হবে নিশ্চিত
কষে নাও সময়ের মূল্য ভুল করো না কিঞ্চিত।