Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তবু্ও নববর্ষ


হিসাবের সমন্বয় বড্ড জটিল;
অভিমানী সুখ বন্ধুত্ব করে দুঃখের সাথে
কর্মযজ্ঞের ভুলগুলো দায়িত্ব নেয় অবহেলার
পরিনামে অন্ধকারের আলিঙ্গন ভাগ্যচক্রে।

হতাশা জমা পড়ে জীবন পাতায়,
ব্যর্থতার অন্তর্জাল ছিন্ন করবে হালখাতায়?
ভাঙা মন আশ্রয় নেয় ঝরে পড়া পাতায়,
একঘেয়েমি গল্প নিত্যকার চালচিত্রের সঙ্গী!

সাহস শক্তি সঞ্চারিত হোক নতুন আলোয়;
নববর্ষের প্রথম সূর্য বয়ে আনুক সুসময়
মুছে যাক গ্লানিবোধটুকু, ফিরে আসুক শান্তি
তবুও নববর্ষ হোক স্নিগ্ধ সুষমার দুর্দান্ত উপমা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ