Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তোমায় মনে পড়ে

আষাঢ় শ্রাবণ মাসে যখন তুমুল বৃষ্টি ঝরে,
ঠিক তখনই তোমার কথা ভীষণ মনে পড়ে।
কদমফুলের হাসি দেখে তোমার হাসি ভাবি,
তোমার কাছে আছে আমার মনের সুখের চাবি।

 

বানের জলে ভাসে যখন কলাগাছের ভেলা,
তোমার অতীত স্মৃতিগুলো করতে থাকে খেলা।
গাছের ডালে জোড়া শালিক ভিজতে যখন থাকে,
তোমার দু'চোখ যেন আমায় ইশারাতে ডাকে।

 

পুকুর-ডোবায় নতুন জলে লাফায় যখন মাছে,
ভাবি তোমার দুষ্টুমিটাই যেন আজও আছে।
বজ্রপাতের শব্দে যখন দু'কান চেপে ধরি,
আমরা দুজন থাকি যেন করে জড়াজড়ি।

 

বিজলি মেয়ের ঝলসানিতে তোমার মুখই দেখি,
তোমায় নিয়ে তখন কতই কাব্য-ছড়া লেখি।
ঘরের চালে বৃষ্টি যখন টাপুরটুপুর করে,
কেন জানি নতুন করে তোমায় মনে পড়ে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ