মশা সমাচার
জগৎজুড়ে ছোট্ট প্রাণী
নাম হলো তার মশা,
তার ক্ষমতায় ভীত মানুষ
ঘটায় করুণ দশা।
যথায় তথায় মারে কামড়
লাজ-শরমের নেই মাথা,
সুযোগ পেলেই ঢুকে পড়ে
হোক মশারি কাঁথা।
মশা হলো শ্রেষ্ঠ গুণ্ডা
এই পৃথিবীর পরে,
মন্ত্রী এমপি শিল্পপতি
থাকে সবাই ডরে।
ডিম পাড়ে সে লক্ষ-কোটি
জমা পানি পেলে,
নানারকম রোগ ছড়াতে
ঘোরে পাখনা মেলে।
কয়েকদিনের আয়ু নিয়ে
মারে বিষের ছুরি,
চিকনগুনিয়া ডেঙ্গুতে
কাড়ে জীবন ঘুড়ি।
মরছে মানুষ ভুগছে রোগে
মশার অত্যাচারে,
ঘরে বাইরে প্রতিরোধে
ধ্বংস করো তারে।
পরিষ্কার পরিচ্ছন্নতা
মানো সকাল সাঁঝে,
পানি জমা বন্ধ করো
ত্রিসীমানা মাঝে।