আমার পুনর্জন্ম
হঠাৎ একদিন আমার কথা তোমার মনে পড়বে
অপ্রস্তুত তুমি তখন ভড়কে যাবে
তখন লজ্জায় লাল হবে তোমার রাতুল গাল।
তুমি টেনেটুনে আমাকে লুকানোর চেষ্টা করবে
মনে প্রাণে তুমি চাইবে- আমাকে যেন কেউ না দেখে
লজ্জায় ভয়ে সেদিন আমাকে আড়াল করতে চাইবে
এবং তুমি কার্যত ব্যর্থই হবে।
আমাকে ভুলে থাকার শত ছলাকলা সেদিন ব্যর্থ হবে
একদিন হঠাৎ করেই তোমার ভেতরে ঝড় উঠবে
সুনামির তোড়ে লণ্ডভণ্ড হবে তোমার সাগরলতা ফুল
বালিয়াড়ি সংসার; লাল কাঁকড়ার নকশী জীবন,
অকাল বাদলে ভিজে যাবে তোমার মরা গাঙের বালুচর!
তারপর হঠাৎ একদিন তুমি পাগলের মত আমাকে খুঁজবে
তারপর হঠাৎ একদিন তুমি আমাকে তন্নতন্ন করে খুঁজবে
সেদিন তুমি আমাকে আর কোথাও খুঁজে পাবে না,
সেদিনের লুকোচুরি খেলায় নিরঙ্কুশভাবে আমিই জিতে যাবো
দেখো-
সেইদিন তোমার গোপন কান্নায় আমার পুণর্জন্ম হবে।