সাহসীদের কথা
ভাষার মতো দেশও পেলাম
বুকের তাজা রক্ত ঢেলে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
ডিসেম্বরের ষোলো এলে।
একাত্তরের সেই ইতিহাস
থাকবে হয়ে স্মরণীয়,
মুক্তি-সেনা ছিলেন যারা
অনন্তকাল বরণীয়।
পাকবাহিনীর মিত্র যারা
ছিলেন, তারা বর্জনীয়,
তাদের প্রতি ঘৃণা এবং
ছিটাই মুখের থু থু স্বীয়।
দেশ ও দশের লাভের কথা
মাথায় রেখে করবো কাজও,
প্রয়োজনে রক্ত দিয়ে
সাজাবো রাজপথকে আজও।