Skip to content

২৩শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দিন ভিখারী

নত শিরে চরণতলে
সিজদা করি আজ,
প্রিয় নবীর উছিলাতে
দিও নুরের তাজ।

আল্লাহ্ তুমি রহিম রাহমান
করি মোনাজাত;
দিন ভিখারী বান্দা তোমার
তুলে দুটি হাত।

কবুল করো সরল পথে
ঈমান দিয়ে মনে,
তোমার নামটি জপি যেন
আমি প্রতিক্ষণে!

শেষ বিচারে সহায় হয়ে
আমায় করো ক্ষমা,
এই দুনিয়ার পাপের বোঝা
যত আছে জমা।

লা ইলাহা ইল্লাললাহু
জপি দমে দমে,
পুণ্যের তরে পাপের বোঝা
যায় যেন মোর কমে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ