শিশুকাল
আমরা যখন শিশু ছিলাম
খেলতাম হরেক খেলা,
আনন্দটা কম হত না
যেতাম কত মেলা।
আমরা যখন ছোট ছিলাম
স্কুলে’তে পড়ি,
টিফিন দিলেই হৈ-হুল্লোড়ে
দোলনাতে রোজ চড়ি।
আমরা যখন শিশু কিশোর
খেলতাম রোজ ডাংগুলি,
খাতার পাতায় ছবি আঁকতাম
পুঁইয়ের বীজের রং-তুলি।
আমরা যখন ছোট শিশু
খেলেছি গোল্লাছুট,
গিয়েছি বেশ স্কুলে’তে
ঘণ্টা বাজলে দে’ছুট।
অনন্যা/এসএএস