শরতের পদাবলি
আসো যদি আমার গাঁয়ে
দেব কাশফুল
নীল আকাশে মেঘের পাপড়ি
হেসে মশগুল
শাপলা আছে আমার গাঁয়ে
পড়তে দেব হাতে
শরত কালে শিউলি ফুল
ঝরে পড়ে রাতে
যদি আসো আমার গাঁয়ে
দেখবে ডাহুক পাখি
পুব আকাশে সূর্য দেখে
ভরবে তোমার আঁখি
শরত কালে ধানের গোছা
বাতাসে দোল খায়
পাল তুলে নৌকার মাঝি
পুবের হাওয়ায়
আমার গাঁয়ে আসো যদি
শরত প্রভাতে
দুর্বা ঘাসে শিশির কণা
ঝলমল করে তাতে
শরত আসে আমার গাঁয়ে
মেঘের ভেলায় ভেসে
শরত হেসে বিদায় জানায়
হেমন্তকে ভালোবেসে।