Skip to content

১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

একটি রাত

সেদিন রাতে তোমায় কাছে পেতে চাইলে
তুমি আমাকে হিপোক্র্যাসি বলেছিলে;
অথচ জানতে চাওনি সেই রাতে কি ঘটেছিল!

সেই রাতে আমি ঘুমোতে পারিনি
আমাকে যন্ত্রণার প্রহর গুনতে হয়েছে ভোর
হবার
তীব্র যন্ত্রণা কষ্টে আমার প্রাণ বেরিয়ে যেতে পারতো
অথচ ঈশ্বর আমায় বাঁচিয়ে রেখেছেন।

সেই রাতে আমার দুচোখ বেয়ে অশ্রু ঝরেছে
হৃদয় থেকে তাজা রক্ত গড়িয়ে পড়েছে বিছানায়
আমি সারারাত ঘুমাতে পারিনি তোমায় ভেবে
আমি শুধু আমার পিপাসিত বুকে তোমায় পেতে চেয়েছি ;
তোমার উত্তাল সাগরে নিজেকে ভাসিয়ে নিতে চেয়েছি।

তুমি প্রেমিকের মন বুঝতে চেয়েছ,
অথচ এক বেদনার্ত পুরুষের মন বুঝতে চাওনি ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ