শরত ঋতু
কাশ ফুলের সূর্যের হাসি
সাদা করে বন
সেই দোলাতে নাচে আমার
রঙিন করে মন
শরত কালে নীল আকাশে
ভাসে মেঘের ভেলা
রোদের সাথে বৃষ্টি নামে
চলে দুজনের খেলা
ভোরের আলোয় শাপলা হাসে
পাপড়ি মেলে ধরে
দুর্বা ঘাসে শিশির কাঁদে
অশ্রু ঝরে পড়ে
শিউলি তলায় শিউলি ঝরে
শরত ঋতু কাল
ধানের ডগায় শিশির কণা
দুলছে তালমাতাল।