Skip to content

২৭শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১২ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

একজন কবি

একজন কবি
প্রতিদিন কাঁধে ঝুলানো ব্যাগ নিয়ে
প্রকৃতির রূপের সন্ধানে বের হয়
একটি কবিতা সৃষ্টির জন্য,,
একজন কবি
ছন্দের গাঁথুনিতে সাজিয়ে তুলে
কতশত কবিতা মহল
তবুও শেষ হয়না কবিদের সৃষ্টি।

 

একজন কবি
মা মাটি আর দেশের কথা লিখে
ছড়িয়ে দেয় সারা বিশ্বে
এটাই কবিদের চাওয়া
কবি কখনই নিজের কথা ভাবে না।

একজন কবি
মানুষের কল্যাণে বিলিয়ে দেয় শত ছন্দ
ছন্দের হাতুড়ি দিয়ে ভেঙে দেয়
দুষিত সকল দ্বন্দ্ব।

 

একজন কবি
ফুল পাখি আর নদ-নদীতে ছড়িয়ে থাকে
একটি কবিতার আশায়
কবি'রা এমনই হয়
নিজের জীবন বাজি রেখে
খুঁজে জাতির জয়।