জোছনা-রাঙা মিষ্টি রাত
জোছনা-রাঙা মিষ্টি রাতে আসলো চোখে ঘুম,
স্বপে এসে নীল পরীরা দিলো গালে চুম।
স্বপ্নে দেখি রাজপুরীতে আমি যেন রাজা,
খারাপ যত মানুষ আছে দিচ্ছি তাদের সাজা।
রাজ্যে আমার অনন্ত সুখ দুঃখী মানুষ নাই,
প্রজার সুখেই রাজার সুখ কী আনন্দ ভাই।
রাজ্যে আমার যাচ্ছে বয়ে স্বচ্ছজলের নদী,
ছলাৎছলাৎ শব্দে হৃদয় ভরছে নিরবধি।
রাজবাড়িতে মস্ত বড় ফুলের বাগান-জুড়ে,
অলি ভ্রমর প্রজাপতি সারাটাদিন উড়ে।
রাজ্যে যত ছেলে-বুড়ো রোজ বাগানে এসে,
আমার সাথে ফুলের সাথে মহানন্দে মেশে।
রানি-আমি মহাখুশি এমন রাজ্য পেয়ে,
স্বপ্নরাজ্যে কাটছে সময় সুখেরই গান গেয়ে।
মণি-মুক্তা সোনা-দানায় ভরা রাজ্যের গোলা,
এমন রাজ্যের সুখের কথা যায় কখনো ভোলা?
এমন সময় আম্মু এসে দিলো আমায় ডাক,
ঘুমের সাথেই রাজ্য উধাও সবই চিচিংফাঁক।