Skip to content

১০ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শনিবার | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রজাপতি

বুকের পাঁজরে ছড়িয়েছ শেকড়
নীলাভ-ফুল হয়ে ফুটেছে স্তনবৃন্তে,
অতলে পেতেছো ধীবরের সূক্ষ্ণ-জাল
একত্রে কামনার্ত তাই ছড়ানো মীনেরা,
নোনাজলের আনন্দরা উদগ্র, চঞ্চল
কী করে দূরে থাকি বলো, প্রজাপতি?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ