Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পাকা বেদানা চিনবেন যেভাবে

ফল কিনতে গিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। ভালো ফল না চিনে কিনতে ঠকতে হয় প্রায়শই। তাই এই বিষয়ে ভালো ও পাকা ফল চেনার উপায়গুলি জেনে নিন।

পাকা ভালো বেদনা চেনার সহজ উপায়গুলো আজ জানবো। আকার, ওজন ও রং দেখে খুব সহজেই এই স্বাস্থ্যকর ফলটি চেনা সম্ভব। আয়রনসমৃদ্ধ এই ফল রক্তাল্পতার দারুণ কার্যকরী। এছাড়া গ্রীষ্মে বেদানা শরীরে পানির ঘাটতি মেটায়।


আকার
বেদানা পাকা কি না আকৃতি দেখে বোঝা যায়। যদি পাকা হয় সেক্ষেত্রে এর আকৃতি তিন কোণা হয়। এছাড়াও পাকা বেদানার বাইরের ত্বক মসৃণ হয়।
ওজন
বেদানা হাতে নিয়ে ওজন বেশি মনে হলে চোখ বন্ধ করে সেটি নিয়ে নিন। পাকা বেদানার ওজন সব সময় বেশি হয়। পাকা বেদানার রস ও বীজ বেশি বলে ভারী হয় সেটি।
রং
বাজারে গেলে সাধারণত দুই ধরনের বেদানা দেখতে পাওয়া যায়। এক ধরনের বেদানা হালকা সবুজ ধরণের আর কিছু লাল টুকটুকে। সবুজ নয় সব সময় লাল রং দেখেই বেদানা কিনুন।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ