Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিশোধের আগুন

বিরহী জল জমে জমে পাথরসম
কঠিন বরফের পাহাড় হিমবাহ
নিভৃতে লোকালয় থেকে দূরে
আজ শ্রেষ্ঠ জীবের অবিবেকী কাজে
লাভ ও লোভের কষাঘাতে
বিদ্রোহী হয়ে উঠে অবশেষে ,
মানুষের নিপীড়ন নির্যাতনে বিপ্লবী হয়
অদৃশ্য ক্ষত নিয়ে বুকের গভীরে
প্রতিবাদী হয় মহামারীরুপে
প্রতিশোধের আগুন ঝড়ে জলের পাহাড়ে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ