বাইশ হোক আনন্দের
কতো ব্যথা কতো জ্বালা-
ফেলে আসছে আজ নতুন দিনের মাঝে।
কতো চেনা কতো জানা
হেরে গেছে বিগত দিনের কাছে!
বাঁচে আশায় বাঁচে স্বপ্নে;
নতুন দিনের আনন্দের সন্তান হয়ে।
বিগত কান্না বিগত দুঃখ,
ভাটির স্রোতে ফেলে তুলবে প্রাণ জোয়ারে!
নতুন দিনের নতুন গানের;
সুন্দর প্রভাত পাখিদের গানের আহবানে-
হিংসা বিদ্বেষ জুলুম ভুলে
এক কাতারে শামিল হয়ে দৃঢ় প্রত্যয়ে
সোনার বাংলার সোনার মানুষ
আসবে এক সুন্দর বাংলাদেশ বিনির্মাণে!
নতুন দিনে মন বিশ্বাসে-
মুক্ত হবে করোনা মহামারি ধরা থেকে।
এই আনন্দে এ-ই প্রত্যয়ে
যাক এগিয়ে বিশ্ব খুশির জোয়ারে