মঙ্গলদীপ
মন সেজেছে শুভ্র শারদীয় সাজে
খুশির জোয়ার সনাতন ভক্তপ্রাণে
বছর ঘুরে আসবে মা মঙ্গলেরই তরে
আসবে মা যে অসুর বিনাশেতে।
শুভ শারদীয়া অনন্য সুখের ছোঁয়া
পুলকিত দেহমন আনন্দ শিহরণ
অসুর বধে হবে এক মহারণ।
ফুলের সাজে দীপের আলো
গন্ধ বিলায় ধূপ
মাগো বিশ্বজুড়ে জ্বলাও এবার
শুভ মঙ্গলদীপ।