বাংলা ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
রক্ত দিয়ে কেনা
তাইতো আজকে বিশ্বজুড়ে
বাংলাকে যায় চেনা।
ভাষার জন্য জীবন দিয়ে
গড়লো অমর কৃতি
আন্তর্জাতিক মাতৃভাষা
পেলাম তাই স্বীকৃতি।
ফেব্রুয়ারীর একুশ এলে
শ্রদ্ধা ভরে স্মরে
বিশ্বজুড়ে শহীদ মিনার
ফুলে ফুলে ভরে।
বাংলা আমার মায়ের ভাষা
তাই গর্বে ভরে বুক
বাংলা ভাষায় কথা বলে
প্রাণে আসে যে সুখ।