Skip to content

২১শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

শারদ উৎসব

আর কটা দিন বাকি
বাজবে ঢাকের বাদ্য,
সুখেতে মন ভরবে
লিখবো সুখের পদ্য।

নদীতীরে কাশবন
ফুলেফুলে শুভ্র সাদা,
শিউলি তলা গন্ধে
নেইকো বর্ষা কাদা।

পূজো মানে খুশি প্রাণ
নতুন ঢঙে বাঁচা,
শরতের উৎসবে
ঢাকের ছন্দে নাচা।

নবরূপে আসছে মা
ভক্তদেরই মাঝে,
শ্রদ্ধা জানাই তাঁকে
ভক্তিভরা সাঁঝে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ