সুখ
সুখের পিছু দাঁড়িয়ে আছে অসুখের দল
একটুখানি পিছলে গেলে হয়ে যায় বিফল।
সাবধানে পথ চলতে হবে নইলে তুমি শেষ
বেখেয়ালে ভুল যদি হয় বাঁধবে মনে ক্লেশ।
সুখের পিছু ছুটছি সবাই জন্ম থেকে আজ
কেউ সুখী, কেউ দুঃখী, কেউ সঙের সাজ।
বিচিত্র এই পৃথিবীর নিয়ম বোঝা বড় দায়
সুখের বাতি জ্বলবে তবে কর্ম যদি হয় সায়।