নতুন সাল

পূর্ব গগনে নতুন সূর্য
গায় নতুনের গান
সবকিছুতে নতুন করে
ফিরে এলো প্রাণ।
ফুলের বনে ফুলকলিরা
মিষ্টি সুরে গায়
সুবাসিত ফুলের ঘ্রাণে
প্রাণ জুড়িয়ে যায়।
প্রাণে প্রাণে স্বপন জাগে
পেয়ে নতুন সাল
চারিদিকে ছড়িয়ে পড়ুক
সম্ভাবনার জাল।
এম হাবীবুল্লাহ প্রকাশ: ১ জানুয়ারী ২০২২, ০২:৫১ পিএম
পূর্ব গগনে নতুন সূর্য
গায় নতুনের গান
সবকিছুতে নতুন করে
ফিরে এলো প্রাণ।
ফুলের বনে ফুলকলিরা
মিষ্টি সুরে গায়
সুবাসিত ফুলের ঘ্রাণে
প্রাণ জুড়িয়ে যায়।
প্রাণে প্রাণে স্বপন জাগে
পেয়ে নতুন সাল
চারিদিকে ছড়িয়ে পড়ুক
সম্ভাবনার জাল।