বসন্ত বিলাস
ঋতুপতি প্রভাত।
দোয়েল-কোয়েল-ময়নার সুমিষ্ট গান!
টুনটুনির টুনটুন, ঘুঘুর ঘু-ঘু ডাক
ওদিকে বন্ধুর আহ্বান আর বিনা সুতার টান
ছায়া সুনীবিড় এক নৈসর্গিক লীলাভূমি, লীলা নীড়ে।
শতশত বছর আগথেকে বাঙালির ঐতিহ্য কাচারি ঘরে,
দক্ষিনা পবনে গা জুড়াতাম খোশগল্প আড্ডা দিয়ে!
আহা ফিরে পাবো সেই আমেজ, ভাওয়ালের সুকুন্দি গ্রামে।
আমরা হারাবো দিগন্ত থেকে দিগন্তে
আকাশ থেকে আকাশে—
ভেসে ভেসে যাবো বসন্ত-বাতাসে।