হেমন্তের স্নিগ্ধতা

স্নিগ্ধ বাতাস বইছে দেখো
হেমন্তেরইকালে,
শিশিরভেজা ঘাসের ডগা
নাচে ছন্দ তালে।
ওই প্রকৃতি সাজ ধরেছে
তারই আপন রূপে,
পাখপাখালি মনানন্দে
বাংলার ছায়াধূপে।
ওই গোধূলি নামলো এসে
পশ্চিম আকাশতলে,
হাসনাহেনার সুবাসে তাই
ব্যাকুল করে চলে।
হেমন্তেরই এই ছোঁয়াটা
নাতিশীতুষ্ণ ওই,
তার হাওয়াতেই ঘুরে বেড়াই
কদমতলেতে রই!