Skip to content

১৪ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৩০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর দিবস

১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকানন
বাঙ্গালীর স্বাধীনতার কাঙ্ক্ষিত ঘোষণাপত্র
আমাদের মুক্তির সনদ দূর্বিনত।

মুহুর্মুহু শ্লোগান শেখ মুজিব-জয় বাংলা
রনধ্বনিত মুখরিত হয়েছিল আকাশ বাতাস
এক অতুলনীয় ভাব গম্ভীর পরিবেশ
সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীন মনসুর আলী।

ও কামরুজ্জামান চার বীর সন্তানের দীপ্ত শপথ
প্রিয় নেতা মুজিব মুক্তি আদায়ের সংগ্রামে
বন্দী পাকিস্তানের মিনওয়ালীর অন্ধকার প্রকোষ্ঠে
মুজিব নগর দিবসে প্রত্যাশা কাঙ্ক্ষিত সোনার বাংলা।

করোনা মুক্ত শ্যামল বাংলা হাসিখুশি সারা বিশ্ব
মেহেরপুরের আম্রকানন হতাশা মুছে ফেলে
আশার আলো জ্বেলেছিল কোটি হৃদয়ে
বাঙালি খুঁজে পায় মুক্তির প্রেরণা।

বন্ধু নেতা পিতার নির্দেশে মুজিব নগর সরকার
নিয়েছিল সেদিন আমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার
মুজিব নগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ
অবশেষে কাঙ্ক্ষিত ভোর নতুন সূর্যোদয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ