Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা এক অনন্ত মায়া

ভালোবাসার নির্দিষ্ট রঙ নেই, ঋতু নেই
যে বুকে  জন্ম নিয়েছে মায়ার বৃক্ষ
সেখানে বারোমাস ফুটে থাকে
অদ্ভুত নমনীয় নানান রঙের ফুল,
ডালপালা ছড়িয়ে দেয় শীতলছায়া।
চোখের ভেতর সরোবর, নির্ঝরের ছন্দ;
যৌবন আকাশে রঙধনু হয়ে ওঠে
কখনো দেহের ভাঁজে হিন্দোল তোলে
তোলে উচ্ছ্বসিত প্রশংসায় তৃপ্ত অনুরণন।
কখনো খুনসুটিতে ঝরে অভিমানী বৃষ্টি
ধ্রুবতারার মতো জ্বলে পৌঢ়ত্বের আকাশে
এ এক ভীষণ মায়া!
ভালোবাসার জন্ম হয় মায়ার শেকড়ে
যেখানে মাটি নেই, তবু বেড়ে ওঠে স্মৃতিরা।
এ এক অনন্ত ছোঁয়া ! ছড়িয়ে পড়ে সর্বত্র
সযতনে লুকিয়ে থাকে মলিন হয় না কখনো।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ