চাকরিজীবীর বিয়ে

ছবিঃ সংগৃহীত
বিয়ের বাজার বেজায় চড়া
চাকরিজীবীর জন্য,
আর কারও বিয়ে হচ্ছে না যে
শুধু তাদের জন্য।
মেয়ের বাবা খোঁজেন শুধু
চাকরিজীবী পাত্র,
চাকরিটাই দরকার শুধু
হোকনা কালো গাত্র।
অন্য পেশার ছেলে হলে
নাকচ কনের পিতা,
চাকরিতে যত সুখ-শান্তি
থাক অপকারিতা।
চাকরিজীবীর পণও চড়া
যায়না তাতে কিছু,
ভবিষ্যতে কিযে মেয়ের ভাগ্যে
ভাবে না আগে পিছু।