ভয়ানক পরিস্থিতি

ভয়ানক পরিস্থিতি
বাড়ছে মূল্যস্ফীতি
বাড়ছে লাগামহীন জিনিসের দাম।
টাকা করে হাহাকার
দাম গেছে কমে তার
সস্তায় বেঁচে লোকে শরীরের ঘাম।
সারাদিন কাজ করে
দিন শেষে ফিরে ঘরে
চোখেমুখে ভেসে উঠে হতাশার ছাপ।
মাঝে মাঝে মনে হয়
জীবন তো থেমে নয়
আর কতো সয়ে যাওয়া জীবনের চাপ।
আবার কখন তবে
সবকিছু ঠিক হবে
মানুষ আবার পাবে রক্তের দাম।
সবাই আশায় থাকে
জীবনের কোনো বাঁকে
সময় আসবে নিয়ে সুখ ভরা খাম।